বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৪:২১

'তারেক রহমানের ‘বক্তব্যে’ বাপের গীত নাই, বংশের গীত নাই, রয়েছে দেশ গড়ার উদাত্ত আহ্বান'

'তারেক রহমানের ‘বক্তব্যে’ বাপের গীত নাই, বংশের গীত নাই, রয়েছে দেশ গড়ার উদাত্ত আহ্বান'

এমটিনিউজ২৪ ডেস্ক : বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।

দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন।

‘ঘুড়ি’ খ্যাত এই সংগীতশিল্পীর মতে, বক্তব্যে ছিল না প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা বা অহেতুক আত্মপ্রচার; বরং ছিল দেশ গড়ার উদাত্ত আহ্বান এবং শহীদ হাদিসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ।
 
ফেসবুক স্ট্যাটাসে লুৎফর হাসান লেখেন, ‘পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। আমি আমি, আমার আমার বলা জাহির নাই।

প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে। সাথে আছে হাদি এবং অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আজকের বক্তব্য স্পষ্ট করে দেয়—এই দেশ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ একান্তই জনগণের।’

এ ছাড়া স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘স্যালুট, প্রিয় তারেক রহমান।’
 
এর আগে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে লুৎফর হাসান লেখেন, ‘যার ফেরা নিয়ে তাচ্ছিল্য করা হয়েছিল, তিনি ফিরেছেন—লক্ষ-কোটি মানুষের ভালোবাসা নিয়েই ফিরেছেন। আর যিনি ফেরার পথ বন্ধ করে তা নিয়ে ইয়ার্কি করতেন, তিনি আজ অন্য দেশের উদ্বাস্তু।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে