বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৭:২৯

তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: মাইকেল কুগেলম্যান

তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: মাইকেল কুগেলম্যান

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এ প্রতিক্রিয়া জানান।

কুগেলম্যান প্রতিক্রিয়ায় বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি।

এটি তার (তারেক রহমান) ভিত্তির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন এবং বাংলাদেশের রাজনীতির বারুদের স্তূপ থেকে বেরিয়ে আসার ক্ষমতারও একটি পরীক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে