শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৩:০১

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর পর তিনি সমাধিস্থলে পৌঁছান।

এর আগে দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ১৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তিনি।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তারেক রহমান। সেখানে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা।

বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে