শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬:৩১

শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল : ডা. শফিকুর রহমান

শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল : ডা. শফিকুর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত ৫৪ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়। শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। 

ছাত্রদের জীবন, ভবিষ্যৎ ও মেয়েদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। জাতির ওপর থেকে সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে। তবে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি।’

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান।

ছাত্রশিবিরের চলতি সেশনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং ছাত্রশিবিরের গুম হওয়া সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘আজকের বাংলাদেশ পেতে আমাদের ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আবদুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরিফ উসমান হাদি-অনেকেই এই দেশের জন্য জীবন দিয়েছেন।’

বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতাবিরোধী, রগ কাটা ট্যাগ বা ক্রসফায়ার, আয়নাঘর দিয়ে ছাত্রশিবিরকে থামানো যাবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে