শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬:৪৮

অবশেষে আসন সমঝোতা চূড়ান্ত জামায়াত ও এনসিপির

অবশেষে আসন সমঝোতা চূড়ান্ত জামায়াত ও এনসিপির

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছে।

এনসিপির একাধিক সূত্র জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এনসিপি। এতে দলের এক তৃতীয়াংশের আপত্তি থাকা সত্ত্বেও সমঝোতার বিষটি চূড়ান্ত করা হয়েছে। তবে সমঝোতার বিষয়ে দেড় শতাধিক নেতা সম্মতি দিয়েছে বলেও সূত্র জানান।    

জামাতের সঙ্গে জোট বা আসন সমঝোতার প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, আশা করি কাল-পরশুর মধ্যে হয়ে যাবে। ৩৫ থেকে ৪০টি আসন সমঝোতা হতে পারে। তিনি আরো জানান, আপত্তি তো জানাতেই পারে। সব সিদ্ধান্ত সবাই মানবে নাকি?

এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে