রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৯:৪৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকাস্থ স্টেট গেস্ট হাউসে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ সম্প্রসারণসহ সাংস্কৃতিক, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দক্ষিণ এশীয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এসব অদল বদল ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
 
পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ সুযোগ খুঁজছে।
 
তিনি আরও জানান, সাংস্কৃতিক অদলবদল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তানে উচ্চশিক্ষায়—বিশেষ করে মেডিকেল সায়েন্স, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তায়—বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে।
 
ইমরান হায়দার বলেন, পাকিস্তানের শীর্ষ হাসপাতালগুলোতে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য রোগী যাওয়ার হারও বৃদ্ধি পেয়েছে এবং প্রতিস্থাপন-সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ দিতে পাকিস্তান প্রস্তুত।
 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দুই দেশের বেড়ে ওঠা যোগাযোগকে স্বাগত জানিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সফর বিনিময়সহ সাংস্কৃতিক, শিক্ষা ও জনগণের মাঝে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
 
তিনি বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও বাড়ানোর ওপর জোর দিয়ে আশা প্রকাশ করেন যে হাইকমিশনারের মেয়াদকালে বিনিয়োগ ও যৌথ ব্যবসার নতুন সম্ভাবনা অনুসন্ধান করা হবে।

পাকিস্তানের হাইকমিশনার জানান, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট জানুয়ারিতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে