রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭:৫৭

একই আসনে দুইজনকে দলীয় মনোনয়ন বিএনপির! তবে কে চূড়ান্ত?

একই আসনে দুইজনকে দলীয় মনোনয়ন বিএনপির! তবে কে চূড়ান্ত?

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই আসনে প্রথমে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও পরে কবির আহমেদ ভূঞাকেও মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে মুশফিকুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঞাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া মুশফিকুর রহমান আগামীকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কবির আহমেদ ভূঞার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই ওই আসনের জন্য দলের চূড়ান্ত ও একক প্রার্থী।

অন্যদিকে মুশফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, দল প্রথমে মুশফিকুর রহমানকেই মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আগামীকাল মুশফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন কবির আহমেদ ভূঞা।

এ বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া কবির আহমেদ ভূঞা বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আগামীকাল আমি মনোনয়নপত্র জমা দেব। দলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তবে মুশফিকুর রহমানের মনোনয়নের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

দলীয় মনোনয়ন একক বা চূড়ান্ত কিনা এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে, সঠিক তথ্য পাওয়া গেলে জানানো হবে।

এদিকে দলের নেতাকর্মীদের একাংশ এই দ্বৈত মনোনয়ন নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন পাওয়ার অর্থ কী এবং শেষ পর্যন্ত ভোটের দিন আসল প্রার্থী কে হবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে