এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীসহ ঢাকামুখী নানা শ্রেণিপেশার মানুষ। রাতেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন। বেগম জিয়ার জানাজা ঘিরে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম জিয়ার জানাজা। এ উপলক্ষে দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় চলছে প্রস্তুতি।
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আয়োজনকে ঘিরে প্রস্তুতি কার্যক্রমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। জানাজায় বিপুল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে প্রস্তুত আছেন বিএনপির নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা।
দুপুরে অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে রাতভর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেন। শোকাহত নেতাকর্মীদের অনেকে রাতেই অবস্থান নেন সংসদ ভবন এলাকার আশপাশে।
জানাজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত থেকেই সংসদভবন এলাকাসহ পুরো রাজধানীজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি।
এদিকে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।