বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮:৩৫

ভোরের আলো ফোটার আগেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

ভোরের আলো ফোটার আগেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর সংসদ ভবন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার(৩১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধারণ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই আসতে শুরু করেছেন। 

ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষরা সকাল চারটায় থেকেই আসতে শুরু করেছেন। অনেকেই কালো ব্যাজ পরে শোক প্রকাশ করছেন। জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

নিরাপত্তার কারণে খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকার থেকে ঘোষণা এসেছে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ জানাজা স্থলে আসছে। যা তার রাজনীতির দীর্ঘদিনের প্রভাব এবং জনপ্রিয়তার প্রমাণ বলে মনে করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে