মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৯:১১:০৯

বঙ্গোপসাগরে ডুবে গেছে জাহাজ, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে ডুবে গেছে জাহাজ, নিখোঁজ ৫

চট্টগ্রাম : বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ওই জাহাজের ৩ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো  নিখোঁজ রয়েছেন অন্তত ৫ জন।

সোমবার রাত সাড়ে ১০টা দিকে আলফা এঙ্করেজের উত্তরে গ্রেট সিনারি নামের একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স-১ নামের এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। একথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।

তিনি জানান, ‘সেইন্টি ভ্যালিয়েন্ট’ নামে একটি মাদার ভ্যাসেল আলফা এঙ্করেজের পাশে নোঙ্গর করে, যার খান সন্স-১ নামে একটি লাইটারেজ জাহাজ মাল খালাস করছিলো। তখন গ্রেট সিনারি নামক আরেকটি মাদার ভ্যাসেলের সাথে লাইটারেজ জাহাজটির ধাক্কা লাগলে সেটি ডুবে যায়।

এতে লাইটারেজ জাহাজের ৩ জন নাবিককে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে বন্দর থেকে একটি উদ্ধারকারী টাগবোট ও কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে রয়েছে।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে