নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সমালোচনা করায় তাদের তলব করেছে সর্বোচ্চ আদালত।
১৫ মার্চ সকাল ৯টায় আপিল বিভাগের ৯ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তাদের তলব করা হয়েছে।
এছাড়া দুই মন্ত্রীর বিরুদ্ধে নোটিশ দেয়া হয়েছে। ১৪ মার্চ তাদের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মীর কাসেম আলীর মামলার শুনানিকালে গত ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষকে 'ভর্ৎসনা' করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এরপর গত শনি ও রবিবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেন, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে ছাড়া নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের মামলাটি পুনঃশুনানি করতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও প্রধান বিচারপতির সমালোচনা করেছেন।
মন্ত্রীদের এসব বক্তব্যকে অসাংবিধানিক বলছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচারাধীন মামলা নিয়ে মন্ত্রীদের এ ধরনের মন্তব্য নিয়ে কয়েকজন আইনজ্ঞ বিস্ময় প্রকাশ করেছেন।
গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর দুই মন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিতর্কের মধ্যেই মীর কাসেমের রায় কী হয়, তা জানতে আজ সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতের দিকে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা করছেন, মীর কাসেমের সর্বোচ্চ সাজা বহাল থাকবে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে বিচারের রায় হয়। বাইরে কে কী বলল, তা বিবেচনার সুযোগ আদালতের নেই। তাই এসব বক্তব্যের প্রভাব রায়ে পড়ে না।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস