শুক্রবার, ০২ জানুয়ারী, ২০২৬, ১২:৫৬:২২

যত আয় আর যত সম্পদের মালিক তাসনিম জারা

যত আয় আর যত সম্পদের মালিক তাসনিম জারা

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনী হলফনামায় দেশ-বিদেশে অর্জিত আয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী, তিনি বাংলাদেশে চিকিৎসক হিসেবে বছরে ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় করেন। পাশাপাশি বিদেশি আয় হিসেবে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫ লাখ ২৭ হাজার টাকা উল্লেখ করেছেন। সেই হিসেবে তার বার্ষিক আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামায় বলা হয়, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম; ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা। তার কাছে ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের গয়না রয়েছে। নগদ অর্থ হিসাবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ পাউন্ড। এ ছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে ১০ হাজার ১৯ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে