শুক্রবার, ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:০০:৩৯

চারটি ভিন্ন উৎস মিলিয়ে ইশরাকের বছরে আয়ে ১ কোটি ৩০ লাখ টাকা

 চারটি ভিন্ন উৎস মিলিয়ে ইশরাকের বছরে আয়ে ১ কোটি ৩০ লাখ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : চারটি ভিন্ন উৎস মিলিয়ে বছরে তাঁর মোট আয়ের পরিমাণ ১ কোটি ৩০ লাখ টাকার কাছাকাছি। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন ৭ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি বলে নির্বাচনী হলফনামায় দাবি করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

হলফনামা অনুযায়ী, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসাকে। ৩৮ বছর বয়সী ইশরাকের শিক্ষাগত যোগ্যতা এমএসসি। 

তার নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই জানিয়ে ইশরাক হলফনামায় লিখেছেন, আগে বিভিন্ন সময়ে মোট ২১টি মামলা দায়ের করা থাকলেও সবগুলোতেই অব্যাহতি পেয়েছেন তিনি।

হলফনামা অনুযায়ী, তার নামে কোনো ঋণ বা দেনা নেই বলে দাবি করেছেন ইশরাক। আর আয়ের উৎস হিসেবে যে চারটি খাত দেখিয়েছেন ইশরাক সেগুলো হলো– বাড়ি/অ্যাপার্টমেন্ট/বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া, শেয়ার বা বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত, চাকরি ও অন্যান্য। এর মধ্যে চাকরি ও অন্যান্য দুই উৎস থেকেই আয়ের পরিমাণ ৬২ লাখ টাকার কিছু বেশি দেখিয়েছেন ইশরাক।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকার পরিমাণ ১১ লাখ টাকার কিছু বেশি, ব্যাংকে জমা টাকার পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি। বন্ড, ঋণপত্র, শেয়ার মিলিয়ে সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৪ লাখের কিছু বেশি। সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট মিলিয়ে ১ কোটি ১৩ লাখের কিছু বেশি। আসবাবপত্র ২ লাখ ৩১ হাজার টাকার কিছু বেশি।

স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির পরিমাণ ৩০ লাখ ২৫ হাজারের কিছু বেশি, অকৃষি জমির পরিমাণ ৩৪ লাখ ৬৬ হাজারের কিছু বেশি। সব মিলিয়ে স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে