শুক্রবার, ০২ জানুয়ারী, ২০২৬, ০৩:২০:৩৯

বাতিল হলো আরও এক প্রার্থীর মনোনয়ন

বাতিল হলো আরও এক প্রার্থীর মনোনয়ন

এমটিনিউজ২৪ ডেস্ক : ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

‎রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জাপা প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে রাজধানী ঢাকার মিরপুরে একটি মামলা হয়েছে। তিনি ওই মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি।এ কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ‎ ‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ‎ ‎

এতে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী নয় প্রার্থীর মধ্যে জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও সতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। 

এ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ‎ ‎তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। ‎ 

‎মামলা ও আপিলের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, আমার নামে যে মামলা হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না। না জানলে কীভাবে হলফনামায় উল্লেখ করব! বৃহস্পতিবার শুনলাম ঢাকার মিরপুরে আমার নামে মামলা হয়েছে এবং সেই কাগজ নিয়ে এসে জমা দেওয়া হয়েছে।

আমি জীবনে কখনো কোনো অন্যায় অনৈতিক কাজ করিনি। এমনকি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে জেলায় কোনো রাজনৈতিক সংঘর্ষেও জড়াইনি। তাহলে ঢাকায় কীভাবে মামলা হলো, তা আমার বোধগম্য নয়। এখন আমি আপিল করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে