মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ১১:০২:২২

মীর কাসেমের আইনজীবীদের প্রতিক্রিয়া

মীর কাসেমের আইনজীবীদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড আপিলেও বহাল রাখার প্রতিক্রিয়ায় আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন ‘ইতিহাস একদিন এই রায়ের বিচার করবে।’

মঙ্গলবার সকালে এই রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ইতিহাস একদিন রায়ের বিচার করবে। যেহেতু সর্বোচ্চ আদালতের রায় তাই আমি মন্তব্য করবো না। তবে আমি একটি কথাই বলবো এই রায় একদিন ইতিহাস বিবেচনা করবে।’

সুপিরিয়র রেসপন্সিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) হিসেবে মুক্তিযুদ্ধে আলবদর বাহিনী ও ছাত্রসংঘের অপরাধের দায় বর্তেছে তার ওপরে।

চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের এই মূল হোতার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আটজনকে হত্যা-গণহত্যার দায় প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় আপিল মামলার রায়ে।
৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে