শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬, ০২:০৭:১৭

জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

মুজিবুল আলম জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।   

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে। যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিলগুলো নিষ্পত্তি করা হবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে