নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর শাহবাগে তিনি বলেন, জামায়াতের অর্থ-প্রতিপত্তি ব্যবহার করে এ রায় প্রভাবিত করার চেষ্টা করেছেন মীর কাসেম। এ রায়ের মাধ্যমে আদালত আবারো প্রমাণ করলো কোনো অপরাধের ক্ষেত্রে আদালত আপস করে না।
ইমরান এইচ সরকার বলেন, এ রায়ের মধ্যে দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যড়যন্ত্র পরাজিত হয়েছে। এসময় তিনি মীর কাসেমের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস