নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকার পর প্রতিক্রিয়া জানিয়েছে শসক দল আওয়ামী লীগ।
সর্বোচ্চ আদালতের এই রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। সর্বোচ্চ শাস্তি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছে তিনি।
হানিফ বলেন, এ রায় জাতির প্রত্যাশিত রায়। এ রায়ে গোটা জাতি সন্তুষ্ট হয়েছে। প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস