নিউজ ডেস্ক: আকস্মিক সফরে ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইর। তিনি আজ বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবেন।
সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি মুসলিম দেশের সমন্বয়ে সন্ত্রাসবাদ বিরোধী ইসলামি জোট গঠনের পর জোট সদস্য বাংলাদেশে এই প্রথমবার আসছেন জুবেইরের।
পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের সূত্র জানিয়েছে, জাকার্তা থেকে সৌদি আরব যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করবেন আদেল বিন আহমেদ আল জুবেইর। আড়াই ঘণ্টার এই যাত্রাবিরতিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
গত রবিবার জাকার্তায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআসি) বিশেষ সম্মেলনের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তখন তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান মাহমুদ আলী।
আগামী ১০ মার্চ জোটের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানরাও যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস