এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার হিসেবে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুরারি) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, কলেজ শিক্ষার্থীদের পরিবহনে বাস সংকটের বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তারেক রহমান এই সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ বলেন, সরকারি আজিজুল হক কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই দেওয়ার পর বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় দাবি উত্থাপন করেছিলেন ‘তাদের কলেজে আসা-যাওয়ার জন্য পরিবহন সংকট।’ পোস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়লে তিনি শিক্ষার্থীদের বাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, আমরা আশা করছি ভোটের আগেই বাস দুটি পাওয়া যাবে। তারেক রহমানের এই সিদ্ধান্ত জানার পর ওই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
উল্লেখ্য, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার একটি সরকারি কলেজ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যামিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ রয়েছে। এছাড়া উচ্চশিক্ষা স্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে অনার্স (স্নাতক) কোর্স এবং ফাইনাল মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্স চালু রয়েছে। এছাড়া একাধিক বিষয়ে ডিগ্রি (পাস) কোর্স চালু রয়েছে।