আন্তর্জাতিক ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল রাখার পর মুখ খুলেছেন তার স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন।
মঙ্গলবার রায়ের পর এক বিবৃতিতে তিনি প্রশ্ন তুলেছেন, বিচার বিভাগ কি আসলেই স্বাধীন? আইনগত ভিত্তি নেই।
বিবৃতিতে আয়েশা খাতুন বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ আনা হয়েছে, তা কোনোভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয়, যাহা মামলার যুক্তিতর্ক চলার সময়ে প্রধান বিচারপতির বিভিন্ন মন্তব্য থেকে প্রতিয়মান হয়। সুতরাং মৃত্যুদণ্ড বহাল রাখার মতো কোনো আইনগত ভিত্তি নাই।
মন্ত্রীরা প্রকাশ্যে প্রধান বিচারপতিকে ‘হুমকি, ধামকি’ দিয়েছেন এবং রায় প্রকাশের আগ মুহূর্তে ‘আদালত বার বার সিদ্ধান্ত বদলেছে’ বলেও অভিযোগ করেন তিনি। আয়েশা খাতুন বলেন, এতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়েছে।
এই রায়ে ‘ন্যায়বিচার বঞ্চিত’ হয়েছেন দাবি করে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস