বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:২৯:২২

রাজধানীর আবহাওয়া নিয়ে সুখবর

রাজধানীর আবহাওয়া নিয়ে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশের ন্যায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাও তীব্র শীতে কাঁপছে। হিম বাতাসের কারণে লোকজন বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়ছেন—এমন অবস্থায় রাজধানীর আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে। ফলে শীত কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

অন্যদিকে এই শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে