বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭:৪৩

এবার জকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে গেলেন যারা

এবার জকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে গেলেন যারা

এমটিনিউজ২৪ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে গণনার পর ফলাফল ঘোষণা করা হয়।

১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৩৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১ হাজার ৪৫৭ ভোট।

জিএস পদে শিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৪৪৪ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট।

সর্বশেষ ঘোষিত ১২তম ও ১৩তম কেন্দ্রের ফলাফলেও শিবির–সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। প্রাণীবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও একেএম রাকিব সমান ১২৮ ভোট করে পান। তবে একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন, খাদিজাতুল কুবরা পান ৬৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৩১ ভোট এবং তানজিল ১০৮ ভোট পেয়েছেন।

মার্কেটিং বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০০ ভোট পেয়ে এগিয়ে থাকেন, একেএম রাকিব পান ১৮৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২১৪ ভোট এবং খাদিজাতুল কুবরা ৮৬ ভোট পান। এজিএস পদে মাসুদ রানা ১৯৫ ভোট পেয়ে এগিয়ে থাকেন, তানজিল পান ১৫৩ ভোট।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরো ২৬টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে