শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬, ১২:০৩:৪০

এবার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ও সর্বোচ্চ যত করার প্রস্তাব

এবার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ও সর্বোচ্চ যত করার প্রস্তাব

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন কত হবে, তা নিয়ে জাতীয় বেতন কমিশনে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে একটি নির্দিষ্ট অনুপাত চূড়ান্ত করার খবরও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

 কমিশন সূত্রের খবর অনুযায়ী, সর্বনিম্ন বেতন (২০তম গ্রেড) নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব পর্যালোচনায় রয়েছে। এর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
 
যদিও বিষয়টি নিয়ে আজকের সভায় প্রেজেন্টেশন দেয়া হয়েছে, তবে কোনো প্রস্তাবই এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি।
 
অন্যদিকে, নবম পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর আগে ১:১০ ও ১:১২ অনুপাত নিয়ে আলোচনার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ১:৮ অনুপাতটিই প্রাধান্য পেয়েছে। এই অনুপাত কার্যকর হওয়ার অর্থ হলো— ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি ১০০ টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন হবে ৮০০ টাকা।

পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পূর্ণ কমিশনের সভায় সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে