শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮:৪২

যেভাবে নিবন্ধন করতে হবে বিদেশ থেকে আনা মোবাইল

যেভাবে নিবন্ধন করতে হবে বিদেশ থেকে আনা মোবাইল

এমটিনিউজ২৪ ডেস্ক : টেলিযোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা এবং দেশে অবৈধ মোবাইল ফোনের ব্যবহার রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এই সিস্টেম চালুর ফলে নিবন্ধনবিহীন ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট আর দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

তবে বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা বা উপহার হিসেবে পাওয়া মোবাইল ফোন শুরুতে সাময়িকভাবে নেটওয়ার্কে সচল থাকবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সেটটি নিবন্ধন করা বাধ্যতামূলক হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, প্রাথমিকভাবে সক্রিয় হওয়ার পর গ্রাহককে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে। এ বিষয়ে গ্রাহককে এসএমএসের মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে। দাখিল করা তথ্য যাচাই শেষে কেবল বৈধ মোবাইল ফোনই স্থায়ীভাবে নেটওয়ার্কে চালু থাকবে।

যেভাবে নিবন্ধন করবেন—

ধাপ ১: প্রথমে এনইআইআর পোর্টাল (neir.btrc.gov.bd) এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

ধাপ ২: লগইন করার পর Special Registration অপশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর প্রদান করতে হবে।

ধাপ ৩: পাসপোর্টের ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাম্প, বিদেশ থেকে ফোন কেনার রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি আপলোড করতে হবে।

ধাপ ৪: যাচাই প্রক্রিয়া শেষে হ্যান্ডসেট বৈধ প্রমাণিত হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। আর তথ্য সঠিক না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

যেসব কাগজপত্র প্রয়োজন—

পাসপোর্ট, ভিসা, প্রবেশ স্ট্যাম্প, বিদেশে কেনার রসিদ এবং প্রয়োজনে অন্যান্য পরিচয়পত্র। আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী নথির তালিকায় পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিটিআরসি এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির কারণে সে সময় সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়। পরবর্তীতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এনইআইআর কার্যক্রম শুরু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে