শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬, ১২:২৯:৩১

জামায়াতের প্রার্থীকে শোকজ

জামায়াতের প্রার্থীকে শোকজ

এমটিনিউজ২৪ ডেস্ক : আচরণ বিধি ভঙ্গের দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। এছাড়া আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিভিল জজের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে ওই প্রার্থীকে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের। তিনি বলেন, নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে জামায়াতের প্রার্থীকে নোটিশটি দিয়েছেন জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী কমিটি। বিষয়টি আমি সন্ধ্যায় অবগত হয়েছি।

নোটিশে উল্লেখ করা হয়— গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। এছাড়া কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়েও ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তিনি গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। উক্ত গণসংযোগ ও প্রচারণার একটি ভিডিও গত বুধবার (৭ জানুয়ারি) তারিখে “আলোকিত ভাঙ্গা” নামক ফেসবুক পেইজে পোস্ট হলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।

ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, সরোয়ার হোসেন ও তার সমর্থকগণ বুধবার নির্বাচনী এলাকাভুক্ত ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ১৮, ২৬, ২৭, ২৮, ৩০ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১১(খ)(৩)(ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ‘আমি এখনও নোটিশ হাতে পাইনি, শুধু শুনেছি। আমি কোনো মাইকে প্রচার বা গণসংযোগও করি নাই এবং নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কোনো কর্মকাণ্ডও করিনি। বিষয়টি নিয়ে আমি লিখিত ব্যাখ্যা দেব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে