ঢাকা : জ্বালাও-পোড়াও ও চোরাগুপ্তা হামলা করে আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতা নির্বাচনেও চোরাগুপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগসহ অন্যান্য দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, সম্মেলন হয়নি, ডেলিগেটরা আসেননি, নেতাকর্মীরা আসেননি, তার আগেই তারা নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়া নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় তড়িঘড়ি করে নির্বাচিত করা হয়েছে তাদের।
হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো এদেশে যুদ্ধাপরাধীদের সহযোগী যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে, মন্ত্রী বানিয়েছে তাদেরও বিচার হবে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে বিএনপির কোন প্রতিক্রিয়া না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আসলে যুদ্ধাপরাধীদের রায় প্রকাশের পরে বিএনপি প্রচণ্ড হতাশায় ভোগে। তাই কোনো মন্তব্য করে না তারা।
সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজাহান সাজু, এম এ করিম, ফজলুল হক ও শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম