ঢাকা : মীর কাসেম আলীর রায়ের পর দুপুরে সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশের শর্টগানের গুলিকে সুমন (২১) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, জামায়াত-শিবির কর্মীরা মগবাজার এলাকায় মিছিল বের করলে পুলিশ মিছিলের দিকে এগিয়ে যায়। এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় পুলিশ শর্টগানের গুলি ছুড়লে জামায়াত কর্মী সুমন আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তাকে পুলিশি প্রহরায় রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম