এমটিনিউজ২৪ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র্যাকের ২২ বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ না থাকলেও, নিজ নিজ এখতিয়ারে থেকে সম্পদের তথ্য গোপনের বিষয়গুলো খতিয়ে দেখবে দুদক।
দুদকের চেয়ারম্যান আরও বলেন, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন কোনো সম্পদের মালিক যেন নির্বাচিত না হন, সেটিই দুদকের প্রত্যাশা।