সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭:৩৬

এবার বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার ভিসা সেবা চালু করল যে দেশ

এবার বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার ভিসা সেবা চালু করল যে দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর, এবার বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিসা সেবা চালু হয়েছে। এই সেবার আওতায় ভিসার জন্য আবেদনকারীরা মাত্র ৫ কর্মদিবসের মধ্যেই সিদ্ধান্ত পাবেন।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, এখন থেকে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা বাংলাদেশে পাওয়া যাবে। সাধারণত ভিসা আবেদনের ক্ষেত্রে সময় বেশি লাগলেও এই বিশেষ সেবার কারণে আবেদনকারীরা দ্রুত ভিসা পাওয়ার সুযোগ পাবেন।
 
তবে, এই সেবা পেতে ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।
 
প্রায়োরিটি ভিসা সেবার বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে