মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:১৯:৫১

'আমরা জামায়াতে ইসলামী নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি'

'আমরা জামায়াতে ইসলামী নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি'

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান ধরে টান দেবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ দিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আমরা দেশের আপামর জনগণকে পাশে চাই।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৪ এর অভ্যুত্থানের একক কোনো মাস্টারমাইন্ড নেই, এ দেশের মুক্তিকামী জনগণই হচ্ছে মাস্টারমাইন্ড- উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ২৪ এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে।

তিনি বলেন, আমরা সেনাবাহিনীকে সকলের প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে এবং ভিতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা কুড়ায় সেটিই জামায়াতের প্রত্যাশা।

জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদ পতনে জামায়াতে ইসলামী যতটুকু ভূমিকা পালন করেছে তা শুধুই আমাদের দায়িত্বের অংশ। 

আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলেই কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলেও আমরা নির্বাচন কমিশন এবং সরকারের ওপর আস্থা রাখতে চাই। বিগত দিনের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। মেনে নেবো না। যদি জনগণ সচেতন থাকে তবে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাহসও করবে না। আমরা জামায়াতে ইসলামী নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে