মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০০:৫৬

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

এমটিনিউজ২৪ ডেস্ক : পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই ভাগ্নি বৃটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ জনের বিরুদ্ধে আগামী ২রা ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা করা হয়েছে। 

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এ দিন নির্ধারণ করেন। শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

আদালত সূত্রে জানা যায়, কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তার মক্কেলের খালাস চান।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ মোট ১৮ জন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আসে। এরই ধারাবাহিকতায় ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।

ইতিমধ্যে এসব মামলার মধ্যে তিনটিতে শেখ হাসিনার সাজা হয়েছে। চার মামলায় তাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড, শেখ রেহানার সাত বছর এবং টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রূপন্তীর বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় গত ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় মোট ৩০ জন সাক্ষ্য দিয়েছেন। ৮ জানুয়ারি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এদিকে একই আদালতে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের করা প্লট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে। মামলায় মোট ২৭ জন সাক্ষ্য দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে