শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০২:৫০

জানেন এবার কী সুখবর এলো সরকারি চাকরিজীবীদের জন্য?

জানেন এবার কী সুখবর এলো সরকারি চাকরিজীবীদের জন্য?

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে এদিন সাধারণ ছুটি থাকবে। নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিবীজীরা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিন বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এ নিয়ে টানা ৩ দিনের ছুটি পাবেন সরকারি চাকরীজীবীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন উপলক্ষে দেওয়া সাধারণ ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকবে। যাতে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবেবরাত পালিত হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। পরের দিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি ভোগ করতে পারবেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে