ঢাকা : মানবতাবরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায় শোনার পর বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
হরতালে সহিংসতা এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিজিবি’র সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. মোহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াতের হরতালকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় আজ সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই