মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১:১৩:৪৯

ভয়াবহ আগুনে ৫০০ বসতি পুড়ে ছাই

ভয়াবহ আগুনে ৫০০ বসতি পুড়ে ছাই

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৩:২০ মিনিটে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭:৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্প থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। সর্বমোট প্রায় ৫০০টি বসতি পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রথমে শিখন কেন্দ্রে আগুন লাগে এবং পরে তা পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে।

গত বছরেও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে