নিউজ ডেস্ক : সৌদি আরবকে সর্বাত্মক সমর্থন দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বৈঠকটি মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী শ্রমিক অভিবাসন, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্যান্য খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্বকে খুবই মূল্য দিয়ে থাকে। মুসলিম দেশ হিসেবে দু’দেশের রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক।
এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম ভালোবাসা, শান্তি ও ক্ষমার শিক্ষা দেয়। কিন্তু চরমপন্থীরা ইসলামের মূল্যবোধকে অবজ্ঞা করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ বিভিন্ন খাতকে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে তারা।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির আন্ডার সেক্রেটারি ড. খালিদ আল জানদান, ড. ইউসুফ আল সাদুন, মহাপরিচালক মোহাম্মদ আল কালাবি, পরিচালক ওসামা নাগলি, পরিচালক খালিদ আল কাঙ্গারি সৌদি এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচএম আল মুতাইরি।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।
এর আগে আজ সন্ধ্যায় বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বিমান বন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান।
সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম