বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৪:০১

সব মিলিয়ে ৭৫টি আসনে জয়-পরাজয় নিয়ে উদ্বিগ্ন বিএনপি

সব মিলিয়ে ৭৫টি আসনে জয়-পরাজয় নিয়ে উদ্বিগ্ন বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : কঠোর বার্তা, বহিষ্কারাদেশ, ক্ষমতায় গেলে মূল্যায়নের আশ্বাস, এমনকি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধও দমাতে পারেনি দলের বিদ্রোহীদের। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে অন্তত ৬৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়ছেন ৭৪ জন। এর বাইরে জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া ১৭টি আসনের মধ্যে স্বস্তিতে রয়েছেন চার প্রার্থী। 

বাকি ১৩ প্রার্থীর মধ্যে নিজস্ব প্রতীকে অংশ নেওয়া ছয়টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির হেভিওয়েট নেতারা। ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া আট প্রার্থীর মধ্যে ছয়জন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে। দুটি আসনে বিএনপি ও শরিক দুই দলেরই প্রার্থী রয়েছে। সব মিলিয়ে ৭৫টি আসনে জয়-পরাজয় নিয়ে উদ্বিগ্ন বিএনপি।-কালবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে