বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৮:৩১

ক্ষমতায় এলে মুহাম্মদ (সা.)-এর ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

ক্ষমতায় এলে মুহাম্মদ (সা.)-এর ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়ের আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটি দেওয়ার ক্ষমতা কারও নেই। অথচ একটি দল মানুষের হাতে নেই—এমন বিষয়ের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, যা শিরকের শামিল। তিনি বলেন, নির্বাচনের আগেই যারা মানুষকে প্রতারণা করছে, তারা নির্বাচনের পর কী করবে—তা জনগণের বোঝা উচিত।

তিনি অভিযোগ করে বলেন, একটি মহল দেশে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। যারা একসময় ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো করেই আবার ব্যালট ডাকাতির অপচেষ্টা চলছে। তবে দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যেকোনো ষড়যন্ত্র তারা রুখে দিতে সক্ষম।

বিগত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতেই বিএনপি ক্ষমতায় যেতে চায়।

কৃষি ও অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সারাদেশে খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা উপকৃত হন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, কীভাবে বাংলাদেশকে একটি দেশের প্রভাবের হাতে তুলে দেওয়া হয়েছিল, তা জনগণ ভুলে যায়নি। ‘দিল্লি নয়, পিণ্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ এই নীতিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।

নারী ও কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, শিক্ষিত মা-বোনদের স্বনির্ভর করে গড়ে তোলা হবে। লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সব দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা যায়। এজন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে