এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ২৮ জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষকের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।
২০২৫ সালভিত্তিক এই নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার পর প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামেন একদল নিয়োগপ্রত্যাশী। গত ১১ জানুয়ারি দেড় শতাধিক নিয়োগপ্রত্যাশী প্রশ্নফাঁসের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন।
পরে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগগুলো গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ তদন্ত শেষে নিয়োগপ্রত্যাশীদের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয়ার পর বিষয়টি নিষ্পত্তি হয় বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এরই মধ্যে গত বুধবার (২১ জানুয়ারি) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর জন্য মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষা শেষে তাদের মধ্য থেকে ১৪ হাজার ৩৮৫ জনকে চূড়ান্তভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এসে এই বড় নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।