শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩২:২৮

কবে হবে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ? জানা গেল যা

কবে হবে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ? জানা গেল যা

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২৫ সাল ভিত্তিক এই নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) ১ হাজার ৪০৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এরপর এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে দাবি করে আন্দোলনে নামেন একদল নিয়োগপ্রত্যাশী। গত ১১ জানুয়ারি দেড় শতাধিক নিয়োগপ্রত্যাশী প্রশ্ন ফাঁসসহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন।

পরে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ গোয়েন্দা সংস্থার কাছে প্রেরণ করা হলে তারা পূর্ণাঙ্গ তদন্ত সম্পাদন করে। তবে নিয়োগপ্রত্যাশী উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রদান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।

এদিকে, গত বুধবার (২১ জানুয়ারি) ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌখিক পরীক্ষার সময় সূচি জানাল অধিদপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে