এমটিনিউজ২৪ ডেস্ক : কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার পর জগন্নাথপুর গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমার ভাই জগন্নাথপুরের ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনি কাজ শেষ করে একই এলাকার একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে।
আহত হাসানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার বিকালে তিনি মারা যান।
কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।