সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:২৫:০২

যে যাই বলুক কিছু যায় আসে না, মানুষের জন্য কাজ করে যেতে চাই: তারেক রহমান

যে যাই বলুক কিছু যায় আসে না, মানুষের জন্য কাজ করে যেতে চাই: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দিতে বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে যেতে হবে, সকাল সকাল সময়মতো ভোট দেবেন। ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দিতে হবে। কেউ যেনো ভোট জালিয়াতি করতে না পারে। ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, প্রতিপক্ষের সমালোচনা করতে পারতাম কিন্তু তা করিনি। আমরা সরকার গঠন করলে কী করব মানুষ তা জানাতে চায়, সমালোচনা না। অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির নামে শুধু বদনামই করে যাচ্ছে অন্যরা। যে যাই বলুক কিছু যায় আসে না। মানুষের জন্য কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, গত দুই-তিন দিন ধরে কয়েকটি দল বলছে, বিএনপি নাকি ধোকা দিচ্ছে। মানুষকে ধোকা দিয়ে আমাদের লাভ কী? মানুষের কাছে তো বিএনপিকে আসতে হবে। বিএনপি তো মানুষের রাজনীতি করে। 

তারেক রহমান বলেন, সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কিন্তু বিএনপিতো বলেনি পুরো মাসের বাজার করার টাকা দেবে। তবে, পুরো মাসের সহায়তা দিতে না পারলেও ৭/১০ দিনের সহায়তা দিতে চেয়েছে সরকারে এলে। কৃষি কার্ড নিয়েও নাকি বিএনপি ধোকা দিচ্ছে বলছে। চেষ্টা তো করতে পারি। না পারলে তো পরে বলতে পারবেন। 

তিনি বলেন, অনেকে অনেক কথা বলছেন, তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তারা আবল-তাবল বলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে