বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৯:৪৬:০৯

মধ্যরাতে আ.লীগ প্রার্থীকে গুলি, অভিযোগ বিএনপির দিকে

মধ্যরাতে আ.লীগ প্রার্থীকে গুলি, অভিযোগ বিএনপির দিকে

ঢাকা : সিলেটে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত (মঙ্গলবার দিবাগত রাত) সোয়া ১টা ১২ মিনিটে এ ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আলতাফ হোসেন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনার জন্য বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদ আহমদকে দায়ী করছেন আলতাফ সমর্থকরা।

আলতাফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে গণসংযোগ শেষে টুকেরবাজারের পার্শ্ববর্তী পীরপুরস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তিনি অবস্থান করছিলেন। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে একটি প্রাইভেট কার থেকে আলতাফ হোসেনের নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আলতাফ হোসেন বা তার কোন কর্মী-সমর্থকের ক্ষতি হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসা জালালাবাদ থানার এসআই রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে দুটি গুলি উদ্ধার করা হয়েছে।’ সূত্র : বাংলামেইল
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে