মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৭:৫৭

রাজধানীতে সমাবেশের ডাক দিয়ে প্রকাশ্যে আসছেন জামায়াতের নারী কর্মীরা

রাজধানীতে সমাবেশের ডাক দিয়ে প্রকাশ্যে আসছেন জামায়াতের নারী কর্মীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকায়  নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আব্দুল্লাহ তাহের বলেন, সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বলা যায় এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

তিনি বলেন, সারাদেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কমীরা ভোট চাইতে গেলেন তাদের ওপরে হামলা হচ্ছে। সারাদেশ থেকে ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর বেশি হবে।

তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে জামায়াত, জামায়াতের নারী শাখা ও ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে