এমটিনিউজ২৪ ডেস্ক : বুধবার সকালে ঢাকার হাতিরঝিলে নির্বাচনি প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: রায়হান হোসেন।
নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার হাতিরঝিলে নির্বাচনি প্রচারের সময় তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “গতকাল মঙ্গলবার ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহঅবস্থান আর আগের মত নেই। এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্তাসহ নারীদের ওপর হামলা হচ্ছে।”
চাঁদাবাজি নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সারা দেশের মতো এই আসনেও চাঁদাবাজি বড় সমস্যা। এই সমস্যা নিরসনে কাজ করব। এছাড়া স্কুল, হাসপাতাল, ড্রেনেজ সিস্টেমসহ বেশকিছু বিষয়ে কাজ করব। অনেক পার্ক, খেলার মাঠ দখল হয়েছে, মাদকের প্রকাশ্য কারবার রয়েছে। গ্যাস, বিদ্যুৎ, ভূমিদখলসহ বিভিন্ন সমস্যার কথা বলছে মানুষ। নির্বাচনে জয়ী হলে এসব সমস্যা সমাধানে কাজ করব।”
এনসিপির আহ্বায়ক বলেন, “দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। আপনারা দলকে ভোট না দিলেও অন্তত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”