বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:০৭:৩৮

কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস

কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যাতে কেউ রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। ১২ তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নেন।

তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসব মুখর হতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী বলেন, আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নাই। বেয়াদবের কপাল সবসময় খারাপ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে