বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০১:৫২

৮ জেলায় বৃষ্টির শঙ্কা, শীত নিয়ে নতুন দুঃসংবাদ

৮ জেলায় বৃষ্টির শঙ্কা, শীত নিয়ে নতুন দুঃসংবাদ

এমটিনিউজ২৪ ডেস্ক : পঞ্জিকার পাতায় আজ মাঘ মাসের ১৪ তারিখ। শহরে জীবনে মাঘের বাঘ কাদা শীত নেই। তবে ভৌগোলিক কারণে দেশের উঞ্চরাঞ্চলে শীতের দাপট বেশ রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে।

এর মধ্যে আবার শীত নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া দেশজুড়ে রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 এ সময়ের মধ্যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে