এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সারা দেশের মাদরাসাগুলোতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করে। দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে যাতে তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, মাদরাসা প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার, ফেস্টুন এবং স্ট্যান্ডিং ব্যানার প্রদর্শন করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরবরাহকৃত লিফলেটের তথ্য এবং নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯ এর নির্দেশনাগুলো ব্যানার আকারে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গণভোটের উদ্দেশ্য, সময় এবং ভোট প্রদানের সঠিক নিয়মাবলী সাধারণ ভোটারদের জানানোর জন্য ব্যাপক লিফলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের অভিভাবক সমাবেশে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
সরকারের এই প্রচার কৌশলে মাদরাসার শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাদরাসা প্রধানরা শিক্ষার্থীদের মাধ্যমে গণভোটের সঠিক তথ্য তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এছাড়া প্রতিটি মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে এই সংক্রান্ত তথ্য নিয়মিত প্রচার করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় বা স্থানীয় নির্বাচন অফিস থেকে লিফলেট সংগ্রহ করে তা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।