বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮:০৮

নারীরা কী কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন? উত্তরে যা জানালেন শফিকুর রহমান

 নারীরা কী কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন? উত্তরে যা জানালেন শফিকুর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কখনো কোনো নারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না।’ এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন সাক্ষাৎকারটি গ্রহণ করেন।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত? এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে, সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ, এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।

অন্য রাজনৈতিক দল অল্প কিছু হলেও দিয়েছে, আপনারা একজনকেও দিলেন না কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এরই মধ্যে আমি উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না।

কখনো কোনো নারী কি জামায়াতের প্রধান হতে পারবে কি না এ প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানান, না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবে না, বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে না। এটা আল্লাহর দান। আল্লাহ যেটা বানিয়েছেন, আমরা সেটা পাল্টাতে পারব না।

গত তিন দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি? প্রত্যুত্তরে শফিকুর রহমান বলেন, ‘আমরা তাদেরকে অসম্মান করছি না। আমাদের তাতে অসুবিধা নেই।’

নারী যদি পরিবার চালাতে পারে, যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামায়াতের প্রধান হতে পারবে না কেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘এমন কিছু জিনিস আছে, যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না। তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি জানেন সেটা।’

সাংবাদিক এ বিষয়ে জানেন না জানালে জামায়াতের আমির পাল্টা প্রশ্ন করেন, ‘কেন জানেন না? মা বাচ্চা জন্ম দেওয়ার পর যে দায়িত্ব পালন করে, সেটা আপনি পারবেন? কখনোই না। আল্লাহ সবকিছু জানেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে