শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:১৮:০০

সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মুলা ঝুলাতে চাচ্ছে: জিএম কাদের

সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মুলা ঝুলাতে চাচ্ছে: জিএম কাদের

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘গণভোট সম্পর্কে কেউ না জেনে ‘হ্যাঁ’-তে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মুলা ঝুলাতে চাচ্ছে। সংস্কার যেটা বলছে, সেটা পরিষ্কারভাবে বলছে না। গণভোটে তারা ‘হ্যাঁ’কে জয়ী করে ক্ষমতায় থাকতে চায়।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা মানে জামায়াত ও এনসিপি ক্ষমতায় থাকা। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গণভোটের বাহানা নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে নির্বাচনী এলাকা রংপুরে এসে পৈতৃক বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতা ও সংঘর্ষ তত বাড়ছে।

দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন দিক থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য নানা ধরনের ভয়-ভীতি ও শক্তি প্রদর্শন করা হচ্ছে। এই শক্তি প্রদর্শনের মাঝে কখনই সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকত।

তা নেই বলে এখন সহিংসতার সংস্কৃতি শুরু হয়েছে।’

জিএম কাদের আরো বলেন, ‘দেশে চলমান নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বলা যাবে না। একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। সব দলের সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন অবাধ, সুষ্ঠু হচ্ছে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারের সব প্রতিষ্ঠানকে একটি পক্ষ ব্যবহার করছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে